হযরত মুহাম্মদ (স) এর বাণী/উক্তি
 (Collected)
- - মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্বরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান।
 - - হযরত জাবের রা: হতে বর্নিত,তিনি বলেন এক জনৈক ব্যত্তি রাসুল সা: কে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল. ইসলামের মধ্যে কোন কাজটি সর্বোউত্তম? রাসুল সা: বলেন. তুমি পরিচিত ও অপরিচিত সবাই কে সালাম দিবে।এবং অপর কে খাওয়াবে।
 - - রাসূল (সাঃ) বলেন পৃথিবীতে সেই সবচেয়ে কৃপন যে মুসলমান অন্য মুসলমানকে সালাম দিতে কৃপনতা করে।
 - - হাদিসে এসেছে একদা মহানবী (সা) কে একজন সাহাবি জিজ্ঞাসা করেন"হে আল্লাহর রাসুল সা,আমার পিতা মাতা উভয়ে জিবিত আছেন.আমি কাকে বেশি সেবা করবো?"মহানবি (সা:) বলেন."তোমার মাতাকে" তিনি এভাবে একই প্রশ্ন তিনবার মহানবি (স:) জিজ্ঞাসা করেন।তিন বারই রাসুল সা: উত্তরে বলেন'তোমার মাতাকে"চতুর্থ বার জিজ্ঞাসা করলে তিনি বলেন"তোমার পিতাকে"। অতএব আমরা পিতা মাতার সেবা করলে মহান আল্লাহ আমাদের জন্য পুরস্কার রেখেছেন।
 - - বিদায় হজ্বে নবীজি (স) : জ্ঞান উঠে যাওয়ার আগেই আমার কাছ থেকে শিখে নাও। চারটি বিষয় বিশেষ করে স্মরণ রাখো।
 
- ১। কখনো শিরক করো না।
 - ২। অন্যায় ভাবে নর হত্যা করোনা।
 - ৩। অন্যের সম্পদ আত্নসাৎ করো না।
 - ৪। কখনো ব্যাভিচারে লিপ্ত হইয়ো না।
 
- - বিশ্বনবী (সা.) আরো বলেছেন, হে আলী! তিনটি কাজ উত্তম চরিত্রের অন্তর্ভুক্ত: যে ব্যক্তি তোমার সাথে সম্পর্কচ্ছেদ করেছে তার সাথে সম্পর্ক গড়বে, যে তোমাকে বঞ্চিত করেছে তাকে তুমি দান করবে আর যে তোমার প্রতি অন্যায় করেছে তাকে তুমি ক্ষমা করবে।
 - - তোমরা হিংসা-বিদ্বেষ ত্যাগ করো। কেননা আগুন যেমন জ্বালানি কাঠকে ভস্মীভূত করে দেয়, তেমনি হিংসা-বিদ্বেষ মানুষের সৎ গুণাবলীকে ধ্বংস করে দেয়।
 - - যদি কেউ তোমার সঙ্গে ভাল ব্যবহার করে, তবে তুমিও তার সাথে ভাল ব্যবহার করবে। কিন্তু যদি কেউ তোমার সাথে খারাপ ব্যবহার করে, তবে তুমি উত্তম মুসলমান হতে চাইলে তার সাথে খারাপ ব্যবহার করো না।
 - - উটের মাংসের কাছে ছুরি যেমন দ্রুত পৌঁছে যায়, তেমনি যে বাড়িতে কোন মেহমানের খাদ্য দান করা হয়, তথায় আল্লাহর রহমত আগমন তার চেয়েও দ্রুত সম্পন্ন হয়।
 

